দ্বিতীয় বারের (2nd Term) জন্য উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ রয়েছে। যোগী এবং মোদীর (Narendra Modi) হোর্ডিং-কাটআউট (Cut Out) দিয়ে সাজানো সব রাস্তা। রাজ্য জুড়ে শ্লোগান (Slogan) 'হর হর মোদী হর হর যোগী'। শপথ গ্রহণের মূল অনুষ্ঠান (Oath taking Ceremony) ২৫ মার্চ (25th March) ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Ekana Sports City) অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ রয়েছে। যোগী এবং মোদীর হোর্ডিং-কাটআউট দিয়ে সাজানো সব রাস্তা। রাজ্য জুড়ে শ্লোগান 'হর হর মোদী হর হর যোগী'। শপথ গ্রহণের মূল অনুষ্ঠান ২৫ মার্চ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সরকারের এক ডজনেরও বেশি মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রিসভার সদস্যরা। তাঁদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে শতাধিক সাধু-সন্ন্যাসী ও আধ্যাত্মিক গুরুকেও। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, মুলায়ম সিং যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং বিএসপি সভাপতি মায়াবতীকেও শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।