মাতৃরূপী মহিয়সী নারী ছিলেন মাদার টেরেসা। দেশের মানুষের কাছে এই মহিয়সী এক নিদর্শন হয়ে রয়েছেন। ১৯১০ সালের ২৬ অগাস্ট যুগশ্লোভিয়ার (অধুনা মেসিডোনিয়া) স্কোপিয়ে শহরে জন্ম হয়েছিল তাঁর। প্রথমে জীবনে তাঁর নাম রাখা হয়েছিল মেরি টেরেসা বোজাক্সিউ। ছোটবেলা থেকে তিনি ধর্ম সংক্রান্ত কাজকর্ম করতেই বেশি আগ্রহী ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে যোগ দিয়েছিলেন সিস্টার অফ লরেটো সংস্থায়। তারপর থেকে সারাজীবন আর্তের সেবা করে গিয়েছেন। জেনে নিন তাঁর সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য।
মাতৃরূপী মহিয়সী নারী ছিলেন মাদার টেরেসা। দেশের মানুষের কাছে এই মহিয়সী এক নিদর্শন হয়ে রয়েছেন। ১৯১০ সালের ২৬ অগাস্ট যুগশ্লোভিয়ার (অধুনা মেসিডোনিয়া) স্কোপিয়ে শহরে জন্ম হয়েছিল তাঁর। প্রথমে জীবনে তাঁর নাম রাখা হয়েছিল মেরি টেরেসা বোজাক্সিউ। ছোটবেলা থেকে তিনি ধর্ম সংক্রান্ত কাজকর্ম করতেই বেশি আগ্রহী ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে যোগ দিয়েছিলেন সিস্টার অফ লরেটো সংস্থায়। তারপর থেকে সারাজীবন আর্তের সেবা করে গিয়েছেন। জেনে নিন তাঁর সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য।