সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা, এবার সরব ইউরোপিয় ইউনিয়ন


নাগরিকত্ব সংশোধনী আইন বৈষম্য মূলক এবং ভারতে এই আইন সাম্যতার বদলে বিভেদ  সৃষ্টি করতে পারে। ইউরোপিয়া সংসদে পাঁচটি রাজৈনিক গোষ্ঠীর যৌথ রেজুলিউশনে এমনটাই উল্লেখ করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে এনআরসির মতো একটি বিষয় ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্যকে বাড়ানোর পাশাপাশি জেনোফোবিয়ার পরিবেশকেও বদলে দেবে। 


নাগরিকত্ব সংশোধনী আইন বৈষম্য মূলক এবং ভারতে এই আইন সাম্যতার বদলে বিভেদ  সৃষ্টি করতে পারে। ইউরোপিয়া সংসদে পাঁচটি রাজৈনিক গোষ্ঠীর যৌথ রেজুলিউশনে এমনটাই উল্লেখ করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে এনআরসির মতো একটি বিষয় ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্যকে বাড়ানোর পাশাপাশি জেনোফোবিয়ার পরিবেশকেও বদলে দেবে। 

এই যৌথ রেজুলিউশন পাঁচটি রাজনৈতিক গোষ্ঠী মিলে নিয়েছে, যেখানে ডানপন্থী থেকে সুদূর বামপন্থী সকলেই উপস্থিত, ইউরোপিয় ইউনিয়নের আইন প্রণেতারা সিএএ-র বিরুদ্ধে পাঁচ পাতার খসড়া তৈরি করেছেন। ইউরোপিয় সংসদের ৭৫১ জন সদস্যের মধ্যে এই পাঁচটি গোষ্ঠীর মোট সদস্য সংখ্যা ৫৫৯। এই রেজুলিউশন নিয়ে এবার ইউরোপিয় সংসদে বিতর্ক হবে, এবং বৃহস্পতিবার হবে ভোটগ্রহণ। 

এই যৌথ রেজুলিউশনে ভারতে স্বাধীন ভাবে মত প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে, এবিষয়ে সিএএ ও এনআরসি নিয়ে মুখ খোলায় অখিল গগৈই এবং সদফ জাফরের মত  ব্যক্তিত্বদের গ্রেফতারির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। 

ভারত জুড়ে তৈরি হওয়া প্রতিবাদ-বিক্ষোভের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিবাদের কথা বলা হয়েছে, সিএএ বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর নৃশংসার কথাও রয়েছে, যার ফলস্বরূপ প্রাণ হারান কমপক্ষে ২৫ জন, আহত হন ১৬০ বেশি মানুষ এবং গ্রেফতার হন হাজার হাজার আন্দোলনকারী।

02:53৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার01:37রানওয়েতে পিছলে...১৯ জন ছিল! নেপালে ভয়ংকর বিমান দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও দেখুন02:06PM Modi Russia Visit : প্রথম রাশিয়া সফরে প্রধানমন্ত্রী, পুতিনের দেশে উষ্ণ অভ্যর্থনা মোদীকে04:28পেন্ডুলামের মত দুলছে আস্ত ব্রিজ! ৭.২ মাত্রার ভূমিকম্পে লন্ডভন্ড তাইওয়ান, হাহাকার মানুষের02:43Abu Dhabi Mandir: সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম হিন্দু মন্দিরের অপূর্ব শোভায় মুগ্ধ দর্শনার্থীরা03:02দাউ দাউ করে জ্বলছে! ভুমিকম্পের পর জাপানে এবার রানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ! মৃত ৫03:15১৫৫ বার কাঁপল জাপান! ভুমিকম্পের দাপটে টেবিলের তলায় আশ্রয়, ফের সতর্কতা!02:49জাপানে ভূমিকম্প ও সুনামির আগে ও পরে পাখিদের মধ্যে অদ্ভুত আচরণ! দেখুন ভিডিও01:13Viral Video: তুষার ঝেরে দিতেই আবার স্বমহিমায় দাঁড়িয়ে যাচ্ছে গাছ, দেখুন মন ভাল করা ভিডিও01:28Viral Video: উঁচু হিল দেওয়া জুতো পড়ে র‍্যাম্পে হাঁটতে নেমেই মহা বিপদে, দেখুন ভিডিও