বাংলাদেশের রোজিনা ইসলাম নামের এক অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগ। সাংবাদিক রোজিনা ইসলামকে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ আদালতে তোলা হয়। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা করা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে। তাঁরই একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় তাঁকে গলা চেপে ধরে রেখেছেন সচিবালয়ের এক মহিলা কর্মকর্তা।