ভারতীয় প্রেমিকার প্রেমের টানে ভারতে এসেছিলেন বাংলাদেশের যুবক মোহাম্মদ কবির, ভাগ্যের পরিহাসে সেই প্রেমিকার অভিযোগেই ঠাঁই হয় মুর্শিদাবাদের কারাগারে, ৩ বছর গারদে কাটানোর পর অবশেষে আদালত মুক্তি দিয়েছে তাকে
ভারতীয় প্রেমিকার প্রেমের টানে ভারতে এসেছিলেন বাংলাদেশের যুবক মোহাম্মদ কবির | কিন্তু প্রেমিকার মিথ্যা অভিযোগে তার ঠাঁই হয় মুর্শিদাবাদের কারাগারে | ৩ বছর গারদে কাটানোর পর অবশেষে আদালত মুক্তি দিয়েছে তাকে | উল্লেখ্য বছর তিনেক আগে কবিরকে ডোমকলে ডেকে পাঠায় ওই যুবতী | তারপর থানায় অভিযোগ জানিয়ে গ্রফতার করানো হয়, তারপর থেকে জেলেই ছিলেন কবির | বাংলাদেশী নাগরিক হওয়ায় প্রথম দিকে তিনি কোনও আইনজীবী পাননি | পরে কয়েক মাস আগে এই বিষয়টি ভারতের আইনি পরিষেবা কতৃপক্ষের নজরে আসে | এরপর আইনজীবী নীলাঞ্জন পান্ডে বিনামূল্যে তাঁর হয়ে মামলা লড়ে | অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের অবশেষে জয় হয়েছে কবিরের | মুক্ত হয়ে তিনি ধন্যবাদ জানাচ্ছেন ভারতের আইনি পরিষেবাকে