করোনা আবহের মাঝেই আরও এক উৎসব এসে হাজির। বছর শেষের উৎসব বড়দিনে মেতেছে এখন সকলে। উৎসবের আমেজে সেজে উঠেছে ছোট বড় সব শহরই। আর এই বড়দিন মানেই সান্তাক্লজ। ছোটরা বড়দিনের এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে নতুন উপহার পাওয়ার আশায়। তাই নিয়েই বিশেষ পোস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরও বড়দিনে আসছে সান্তাক্লজ, সঙ্গে আনছে উপহারও।