অবশেষে টুইটার-এর মালিকানা বদল। টুইটার কিনে নিলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল প্রায় ৪৪০০ বিলিয়ন ডলার। পুরো টাকাটাই ইলন মাস্ক নগদে দিচ্ছেন বলে জানা গিয়েছে।
জল্পনাই সত্যি হল। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টুইটার-এর মালিকানা বদল হল। টুইটার কিনে নিলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। এই ইলন মাস্ককে আমেরিকার সব থেকে ধনি হিসাবেই চেনেন সকলে। এবার তিনি হচ্ছেন টুইটারের মালিক। অনেক দিনই তিনি টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গিয়েছে। টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল প্রায় ৪৪০০ বিলিয়ন ডলার। পুরো টাকাটাই ইলন মাস্ক নগদে দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই বছরের শেষের দিকেই পুরো টাকাটা মাস্ক দেবেন। এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ২০২১ সালের নভেম্বরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন, কোম্পানির প্রাক্তন প্রধান প্রযুক্তি কর্মকর্তা আগরওয়ালের হাতে লাগাম তুলে দেন। বর্তমানে প্রায় ২০০ মিলিয়ন মানুষ ব্যবহার করেন টুইটার। ২০০৬ সালে লঞ্চ হয় এই মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটার কিনতে শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দিতে হচ্ছে মাস্ককে