ইতিমধ্যেই দেশে ফিরেছে বহু ভারতীয়। এখনও ইউক্রেনে আটকে রয়েছে অনেক ভারতীয়। ইউক্রেন থেকে বেরিয়ে অনেকেই আটকে রয়েছেন রোমানিয়া বর্ডারে। রোমানিয়া বর্ডারেই জন্মদিন পালন ভারতীয় পড়ুয়ার।
ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি। ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে সেখানে। সেখানকার একের পর এক সব ভয়ঙ্কর ছবি উঠে আসছে সামনে। ইতিমধ্যেই সেখান থেকে দেশে ফিরেছে বহু ভারতীয়। এখনও ইউক্রেনে আটকে রয়েছে অনেক ভারতীয়। ইউক্রেন থেকে বেরিয়ে অনেকেই আটকে রয়েছেন রোমানিয়া বর্ডারে। রোমানিয়া বর্ডারেই দিন কাটছে এখন তাঁদের। কবে দেশে ফিরতে পারবে তা এখনও অজানা। এই রোমানিয়া বর্ডারেই জন্মদিন পালন হল ভারতীয় পড়ুয়ার। দেশে কবে ফিরতে পারবে তা জানা নেই তাঁর তাই সেখানেই নিজেরি এই বিশেষ দিনটা উদযাপন করলেন তিনি। জন্মদিনটা সবার কাছেই খুব স্পেশাল হয়। এই দিনটা সবাই চায় বিশেষ ভাবে উদযাপন করতে। সবাই জন্মদিনে কেক কেটে থাকেন। কেক ছাড়া যেন জন্মদিন অসম্পূর্ণ। তাই নিজের এই বিশেষ দিনটা রোমানিয়া বর্ডারেই উদযাপন করলেন এক পড়ুয়া। কেক কেটে তাই রোমানিয়া বর্ডারেই জন্মদিন পালন করলেন কার্তিক নাম-এর এই যুবক। ক্যামেরাবন্দি জন্মদিন পালনের ভিডিও।