আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনার ছবিটি অনেকেরই মনে জায়গা করে নিয়েছিল। একজন স্পার্ম ডোনারকে নিয়েই একাবের ভিন্নি স্বাদের এই ছবি। তবে এবার খোঁজ মিলল বাস্তবের এক 'ভিকি ডোনার'-এর।
আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনার ছবিটি অনেকেরই মনে জায়গা করে নিয়েছিল। একেবারে অন্য ধরনের গল্প নিয়েই ছিল এই ছবি। একজন স্পার্ম ডোনারকে নিয়েই একাবের ভিন্নি স্বাদের এই ছবি। তবে এবার খোঁজ মিলল বাস্তবের এক 'ভিকি ডোনার'-এর। বিশ্বর জনপ্রিয় স্পার্ম ডোনারদের মধ্যে একজন কইল গর্ডি। এখন বেশ জনপ্রিয় এই স্পার্ম ডোনার। মাত্র ৩০ বছর বয়স এখন তাঁর। বর্তমানে ৪৬জন সন্তানের বাবা তিনি এবং ৯ জনের বাবা হতে চলেছেন বলে জানা গিয়েছে। আমেরিকার ক্যালিফর্নিয়ার বাসিন্দা কইল গর্ডি। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নামের পাশে লেখা স্পার্ম ডোনার। আর এই কইল গর্ডি-র জন্যই হাসি ফুটেছে অনেক মায়ের মুখে। তবে এই কাজের জন্য তিনি বেশ গর্ব বোধই করেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায়। নামের পাশে তিনি স্পার্ম ডোনার কথাটি লিখে রেখেছেন। তবে শুধু তাই নয় ফেসবুকে তিনি এই নিয়ে অনেক পোস্ট করেন।