মার্কিন যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি সোনার মজুদ আছে। তালিকায় প্রথম স্থানে থাকা দেশটিতে সোনা রয়েছে ৮,১৩৩.৪৭ টন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ। জার্মানদের হাতে মোট সোনা রয়েছে ৩,৩৫৯.০৯ টন।
মার্কিন যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি সোনার মজুদ আছে। তালিকায় প্রথম স্থানে থাকা দেশটিতে সোনা রয়েছে ৮,১৩৩.৪৭ টন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ। জার্মানদের হাতে মোট সোনা রয়েছে ৩,৩৫৯.০৯ টন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। এখানে সোনা মজুদ রয়েছে ২,৪৫১.৮৪ টন। অর্থনীতির দিক থেকে বর্তমানে বিশ্বের ষষ্ঠ বড় দেশ ফ্রান্স। তালিকায় চার নম্বরে থাকা ফ্রান্সে ২,৪৩৬.৩৫ টন সোনা রয়েছে। ১০টি বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে নাম না থাকলেও, সোনার মজুদের দিক থেকে পঞ্চম স্থানে রাশিয়ার রয়েছে ২,২৯৮.৫৩ টন সোনা। অর্থনৈতিক দিক থেকে বর্তমানে আমেরিকাকে টক্কর দিতে চাইছে বেজিং। ১,৯৪৮.৩১ টন সোনা নিয়ে চিন এই তালিকায় ষষ্ঠ স্থানে। ছোট্ট পাহাড়ি দেশ সুইজারল্যান্ড-এর উৎপাদন বেশি না হলেও, সেই তুলনায় ১,০৪০ টন সোনার বিশাল মজুদ রয়েছে এই দেশে। আইএমএফ-এর (IMF) হিসাব অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি এখন জাপানের। টোকিওর হাতে সোনা রয়েছে ৮৪৫.৯৭ টন। কয়েকদিন আগেও, বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ছিল ভারত। আমাদের দেশে সোনা মজুত আছে মাত্র ৭৪৩.৮৩ টন। সোনা মজুতের নিরিখে সেরা দশ দেশের তালিকার শেষ দেশটি হল নেদারল্যান্ডস। এদের হাতে সোনা মজুদ আছে ৬১২.৪৫ টন।