প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ। ৯১ বছর বয়েসে মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিনধরেই একাধিক রোগে ভুগছিলেন তিনি মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ৩০ অগাস্ট গভীর রাতে মৃত্যু হয় সোভিয়েত ইউনিয়নের নোবেলজয়ী নেতা মিখাইল গর্বাচেভের।
কয়েক দশক ধরে চলা ঠান্ডা লড়াই-এর পর গর্বাচেভের অক্লান্ত পরিশ্রম সোভিয়েত ইউনিয়নকে পশ্চিমের দেশগুলির কাছাকাছি নিয়ে আসে। মস্কোর নোভোদেভিচি কবরস্থানে তাঁর স্ত্রী রাইসার কবরের পাশেই চির নিদ্রায় নিমজ্জিত হবেন গর্বাচেভ। ১৯৯ সালে গর্বাচেভের স্ত্রী রাইসা মারা যান।
গর্বাচেভের মৃত্যুতে সাবেক রাশিয়ান উদারপন্থী বিরোধী নেতা গ্রিগরি ইয়াভলিনস্কি বলেছেন, "তিনি রাশিয়া তথা ইউরোপকে স্বাধীনতার পথ দেখিয়েছেন। খুব কম নেতাই ইতিহাসের পাতায় এমন প্রভাব ফেলতে পারে।"