বিদায় নিল ২০১৯। নতুন বছর ২০২০কে স্বাগত জানান হল বিশ্বজুড়ে। ঘড়ির কাটায় ঠিক বারোটা বাজতেই আলোর মালায় সেজে ওঠে বিশ্বের নানা প্রান্ত।
বিদায় নিল ২০১৯। নতুন বছর ২০২০কে স্বাগত জানান হল বিশ্বজুড়ে। ঘড়ির কাটায় ঠিক বারোটা বাজতেই আলোর মালায় সেজে ওঠে বিশ্বের নানা প্রান্ত। থাইল্যান্ডের চাও ফারহা নদীতে বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক আলোর উৎসবের। দুবাইয়ের বুর্জ খালিফাও সেজেছিল আলোর মেলায়। তুরস্কেও রাজসিক ভাবে অভিবাদন জানানো হল নতুন বছরকে। ইস্তানবুলে আয়োজন করা হয়েছিল এই আলোক উৎসবের। গ্রিসের রাজধানী এথেন্সও নতুন বছর উপলক্ষে সেজেছিল আলোর মেলায়।