হাউডি মোদীর মঞ্চ থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক করে দিলেন ৯/১১-র নিউ ইয়ৰ্ক হামলা এবং ২৬/১১ মুম্ৱই হামলাকে। মনে করিয়ে দিলেন, এইসব হামলার চক্রীরা পাকিস্তানের মাটিতেই আশ্রয় পেয়েছিল। মোদী যখন ভরা স্টেডিয়ামে পাকিস্তানকে বিঁধছিলেন তখন দর্শকাসনে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সন্ত্রাসদমনে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মোদীকে।