শিশুদের নামকরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। অনেকে আবার শিশুর জন্মের আগেই তার নাম ঠিক করে রাখে। নামকরণ করতে গিয়ে সমস্যায় পড়েলেই সমাধান করেন ইনি। নিউ ইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে।
শিশুদের নামকরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। অনেকে আবার শিশুর জন্মের আগেই তার নাম ঠিক করে রাখে। বেশ কিছু দিক খেয়াল রেখেই সবাই চান শিশুর নাম করণ করতে। যেমন মা এবং বাবার মায়ের সঙ্গে মিল রেখে অনেকেই চান সন্তানের নামকরণ করতে। নামকরণ করতে গিয়ে সমস্যায় পড়েলেই সমাধান করেন ইনি। নিউ ইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে। শিশুদের নামকরণের জীবিকাকেই বেছে নিয়েছেন তিনি। নিজের রোজগারের পথ হিসাবে বেছে নিয়েছেন তিনি এই পেশা। সন্তানসম্ভবা ধনী দম্পতিরা তাঁর কাছে ছুটে যান। ভাবী সন্তানের নামকরণের উদ্দেশ্যে তাঁর কাছে ছুটে যান দম্পতিরা। নামকরণের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও নেন টেলর। টেলর নাম প্রতি কম পক্ষে দেড় হাজার আমেরিকান ডলার নিয়ে থাকেন। সর্বোচ্চ ১০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৭.৬ লাখ টাকা নেন তিনি। নানান রকম তথ্যের ওপর নির্ভর করেই নবজাতকদের নামকরণ হয়।