যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখনও ভয়াবহ পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনের উত্তর-পূর্বের সুমিতে। সেখানে এখনও আটকে রয়েছে বহু পড়ুয়া। তাদের দিকেই সাহায্যের হাত বারিয়ে দিয়েছে 'সেবা যুগম'। সেবা যুগম একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) এখনও ভয়াবহ পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনের উত্তর-পূর্বের সুমিতে (Sumy)। সেখানে এখনও আটকে রয়েছে বহু পড়ুয়া। যাদের মধ্যে রয়েছে ভারতীয় পড়ুয়াও (Indian students)। তবে এই সমস্ত পড়ুয়া এবং ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েছে বহু মানুষ। তেমনই ইউক্রেন থেকে আঘতদের দিকেই সাহায্যের হাত বারিয়ে দিয়েছে 'সেবা যুগম'। সেবা যুগম একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে ইউক্রেন-পোল্যান্ড বর্ডারে। বর্তমানে সুমি থেকে আগত পড়ুয়াদের জন্য কাজ করছেন তাঁরা। এশিয়েনেটের মুখোমুখি এই স্বেচ্ছাসেবী সংস্থার তিন সদস্য। এই স্বেচ্ছাসেবী সংস্থার আরও অনেক সদস্যই কাজ করছেন বলেই জানালেন তাঁরা। দিন-রাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। তাঁরা এও জানালেন ইউক্রেন থেকে আগতরা এখনও কতটা আতঙ্কে রয়েছেন। এখন তাঁরা সুমি থেকে আগতদের খাবার এবং জল প্রদান করছেন। ইউক্রেন থেকে আগতদের মনোবল বাড়াতে সাহায্য করছে তাঁরা। অপারেশন গঙ্গারও প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁদের।