বড়দিন মানেই ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজ। সান্তাক্লজ ছাড়া বড়দিন যেন একেবারেই অসম্পূর্ণ। এই সান্তাক্লজের উপহারের আশাতেই বসে থাকে ছোটরা। এবার সেই সান্তাক্লজকেই দেখা গেল বাইকে করে আসতে। একদল সান্তাক্লজ আসছে বাইকে চেপে। এমন ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। সেই সঙ্গেই সান্তাক্লজকে নাচতেও দেখা গেল। চারপাশে আলো আর বরফ, তার মাঝেই নাচ করছে সান্তাক্লজ।