তিন দিনের ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে মোদী গিয়েছিলেন ডেনমার্কে। মোদীর ডেনমার্ক সফরের কিছু ছবি ক্যামেরাবন্দি। ডেনমার্কে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদীকে।
তিন দিনের ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে মোদী গিয়েছিলেন ডেনমার্কে। মোদীর ডেনমার্ক সফরের কিছু ছবি ক্যামেরাবন্দি। ডেনমার্কে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদীকে। সেখানকার প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। ডেনমার্কের প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন মোদী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তিন দিনের ইউরোপ সফরের প্রথম দিনেই ছিলেন জার্মানিতে। সেখান থেকে মোদীর গন্তব্য ডেনমার্ক। সবশেষে ফ্রান্স থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদী আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন। ২০২১ সালের ডিসেম্বরে জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন স্কোলজ। তারপর এটাই ছিল মোদীর প্রথম জার্মান সফর। মোদীকে দেখাতে এদিন সেখানে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। বার্লিনে এক অনুষ্ঠানে প্রবাসীদের কন্ঠে বন্দে মাতরম গানও শোনা যায়। ব্যস্ততার মাঝেই এক শিশুর সঙ্গে খেলাও করতে দেখা যায় মোদীকে।