একটা বছর শেষ করে আরও এক নতুন বছরের শুরু। ২০২০ শেষ করে এবার ২১ -এ পা। নতুন বছরের আনন্দে মেতেছে এখন গোটা বিশ্ব। বছর শেষে কাউন্টডাউনের পরেই শুরু হয় শুভেচ্ছা বিনিময়। নিউজিল্যন্ড থেকে শুরু করে দুবাইয়ের বুর্জ খলিফা। বর্ষবরণে মেতে উঠেছে বিদেশ। আলোয় সেজে উঠেছে বিলেতের বহু জায়গা। তবে করোনা বিধি মেনেই হল এবারের বর্ষবরণ।