শুরু হয়ে গিয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ
বাইডেন না ট্রাম্প, কে হবে এবার প্রসিডেন্ট
তাই নিয়েই জল্পনা এখন তুঙ্গে
আর সেই দিকে চেয়ে রয়েছে গোটা বিশ্ব
মার্কিন মুলুকে জোর কদমে চলছে ভোট গ্রহণ। ট্রাম্প না বাইডেন কে হবে এবার মার্কিন প্রেসিডেন্ট। সেই দিকেই তাকিয়ে এখন গোটা আমেরিকা। সকাল ৬ টা থেকে সেখানে ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যায়। রাত ৮ থেকে ৯টা পর্যন্ত ভোট চলে। ইতিমধ্যে ১০০ মিলিয়ান (১০ কোটি) -এর বেশি মানুষ ভোট দিয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যেও এবার এত সংখ্যক মানুষ ভোট দিচ্ছে সেখানে। ৪০ মিলিয়ান (৪ কোটি) মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। আর বাকি ৬০ মিলিয়ান (৬ কোটি) মানুষ পোস্ট করে ভোট দিয়েছে। এখন পর্যন্ত ভোটার লিস্টের ৪৭ শতাংশ মানুষ ভোট দান করেছেন। সেখানে একের পর এক শহরে চলছে ভোটের মিছিল। ট্রাম্প এবার মোট ৪ টি মিছিল করেছেন। জো বাইডেনের হয়ে প্রচার করেছেন বারাক ওবামা। করোনা সতর্কতা মেনেই ভোট হচ্ছে। মার্কিন নির্বাচনের ফলের দিকেই তাকিয়ে আপাতত গোটা বিশ্বের মানুষ।