ফের উত্তপ্ত আফগানিস্তান। তালিবানদের কব্জায় দেশের ৯০ শতাংশ .এলাকা। কোন পথে এগোচ্ছে আফগানিস্তানের দৌত্য? ভারতের ভূমিকা কী হতে চলেছে? এই নিয়ে মুখোমুখি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসবি আস্থানা। তিনি সাফ জানিয়েছেন যে, 'সবার আগে যেটা হওয়া উচিত আফগান সেনার মনোবল তুঙ্গে ওঠা। এর সঙ্গে আফগান সেনাকে লাগাতার বিমাবাহিনীর সাহায্য দিতে হবে। আফগান সেনাকে বুঝতে হবে যে তারা তালিবানদের সংখ্যায় অনেক বেশি। আফগান সেনাকে বুঝতে হবে যে তারা তালিবানদের থেকে অনেক বেশি শক্তিশালী। তালিবান হানাদারদের শুধু ঠেকিয়ে রাখা নয়, আফগানিস্তানে শুধুমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই থাকবে সেটাও তালিবানদের বুঝিয়ে দিতে হবে। এর জন্য ওদের সঙ্গে দর কষাকষি করতে হবে।'
ফের উত্তপ্ত আফগানিস্তান। তালিবানদের কব্জায় দেশের ৯০ শতাংশ .এলাকা। কোন পথে এগোচ্ছে আফগানিস্তানের দৌত্য? ভারতের ভূমিকা কী হতে চলেছে? এই নিয়ে মুখোমুখি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এসবি আস্থানা। তিনি সাফ জানিয়েছেন যে, 'সবার আগে যেটা হওয়া উচিত আফগান সেনার মনোবল তুঙ্গে ওঠা। এর সঙ্গে আফগান সেনাকে লাগাতার বিমাবাহিনীর সাহায্য দিতে হবে। আফগান সেনাকে বুঝতে হবে যে তারা তালিবানদের সংখ্যায় অনেক বেশি। আফগান সেনাকে বুঝতে হবে যে তারা তালিবানদের থেকে অনেক বেশি শক্তিশালী। তালিবান হানাদারদের শুধু ঠেকিয়ে রাখা নয়, আফগানিস্তানে শুধুমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই থাকবে সেটাও তালিবানদের বুঝিয়ে দিতে হবে। এর জন্য ওদের সঙ্গে দর কষাকষি করতে হবে।'