মাকড়সায় ভয় পায় এমন মানুষের সংখ্যা দুনিয়ায় নেহাত কম নয়। মাকড়সা দেখলেই অনেকেই ভয়ে কাঁটা হয়ে থাকে। আর এই মাকড়সাই যদি হঠাৎ করে মুখের ভিতর থেকে বেরিয়ে আসে তখন কেমন লাগে। এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়।
মাকড়সায় (Spider) ভয় পায় এমন মানুষের সংখ্যা দুনিয়ায় নেহাত কম নয়। মাকড়সা দেখলেই অনেকেই ভয়ে কাঁটা হয়ে থাকে। আর এই মাকড়সাই যদি হঠাৎ করে মুখের ভিতর থেকে বেরিয়ে আসে তখন কেমন লাগে। এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়। মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে ট্যারান্টুলা, ভিডিও (viral video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। এই ভিডিও দেখলেই গায়ে দেবে কাঁটা। জে ব্রিয়ের বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় (social media)। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তাঁর নানান ভয়ঙ্কর সব ভিডিও উঠে আসে। কখনও তাঁকে দেখা যায় অতিকয় সাপের সঙ্গে কখনও আবার দেখা যায় কুমিরের সঙ্গে। তবে মাকড়সার সঙ্গেও ভিডিও বানানো নতুন কিছু আগেও মাকড়সার সঙ্গে তাঁর ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সমস্ত ভিডিও দেখলেই গায়ে দেবে কাঁটা। তবে এমনই নানান ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়ার হাত ধরে হামেশাই উঠে আসে। ইতিমধ্যেই ভাইরাল তাঁর একাধিক ভিডিও।