করোনা নিয়ে আশার আলো দেখাচ্ছে রাশিয়া। রাশিয়ায় তৈরি হয়েছে করোনা টিকা স্পুটনিক ফাইভ। রুশ সরকার জানিয়েছে ৯২ শতাংশ কার্যকর এই ভ্যকসিন। ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়েলের এই তথ্য প্রকাশিত হয়। লাদাখে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ঐক্যমত ভারত ও চিনের। কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠক হয়েছে কিছু দিন আগেই। সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চিন। আবারও আগের অবস্থানে ফিরে যাবে দুই দেশ। মুখোমুখি অবস্থান থেকে পিছনো হবে সেনা। সেই সঙ্গেই কমবে সেনা সংখ্যাও। ফিলিপাইনের মেন লুজন দ্বীপে ভয়াবহ টাইফুন। বৃহস্পতিবার টাইফুন ভ্যামকোর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয় সেখানে। যার জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যার ফলে সেখানে আটকে রয়েছে বহু সংখ্যক মানুষ। করোনার পাশাপাশি এই পরিস্থিতি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষজনের। ঢাকায় শুরু হল উপনির্বাচনের ভোট প্রক্রিয়া। বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে ভোট গ্রহণ। জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সেখানে চলছে ভোট গ্রহণ।