শীত পড়তে না পড়তেই জাপানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে জাপান সরকার। তাঁরা জানিয়েছেন করোনা সংক্রমণ আটকাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। করোনা সংক্রমিত এলাকা গুলিকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করতে হবে। যাতে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে। আটটি সদ্যজাত শিশুকে খুনের অপরাধে ব্রিটেনে গ্রেফতার করা হল এক জন নার্সকে। পাঁচ বছর আগে ব্রিটেনের একটি হাসপাতালে আটটি শিশুর মৃত্যুর খবর শোনা যায়। এবার সেই ঘটনার দায়ে গ্রেফতার হল ওই হাসপাতালেরই একজন নার্স। অভিযুক্ত নার্সের নাম লুসি লেটবি। এই নার্সের বিরুদ্ধে ১০টি শিশুকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। প্রয়াত বাহরিনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সলমান আল খলিফা। সেখানে তিনি সব থেকে বেশিদিন পদে থাকার রেকর্ড গড়েছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসুস্থতার কারণে তিনি বেশ কিছু দিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার টুইট করে এই খবর জানায় বাহরিনের রয়্যাল প্যালেস। তাঁর মৃত্যুতে সরকারিভাবে এক সপ্তাহ শোক পালন করবে বাহরিন। নিজের পোষ্যটি প্রাণের চেয়েও প্রিয়, এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার আরও একবার তেমনই ছবি দেখা গেল তুর্কমেনিস্তানে। সেখানকার প্রেসিডেন্ট গুরবাংগুলি বার্দিমুখামেদভে তাঁর পোষ্য কুকুরটির একটি বিশাল মূর্তি বানিয়েছেন। ৫ মিটারের সেই মূর্তি এখন শোভাপাচ্ছে তুর্কমেনিস্তানের রাজধানী আশাগাবাত সিটির একেবারে সেন্টারে। এবার মাদক সেবন করলেই লাগাতে হবে ১০ টি গাছ। এমনই নিয়ম চালু হয়েছে বাংলাদেশের মাগুয়ায়। সেখানকার নিয়ম অনুসারে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলেও আসামিকে যেতে হবে না কারাগারে। তার বদলে বাড়িতে গাছ লাগাতে হবে তাদের। সেই সঙ্গেই আদালতের দেওয়া আরও ৬ টি শর্ত মেনে চলতে হবে তাদের।