দীপাবলি নিয়ে এখন মেতেছে গোটা ভারত। আলোর উৎসবে সেজে উঠেছে চারপাশ। তবে শুধু এদেশই নয় আলোর উৎসবে সেজেছে বিদেশও। দীপাবলির কমলা আলোয় সেজে উঠেছে এম্পায়ার স্টেট বিল্ডিং। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে এল সেই ছবি, সেই সঙ্গেই দীপাবলির শুভেচ্ছাবার্তাও দিলেন এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ। অবশেষে বাইডেনের জয় মেনেনিলেন ট্রাম্প। আর তেমনটাই জনসমক্ষে স্বীকার করলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। আর সেই প্রেসিডেন্ট নির্বাচনেই জয়ী হয়েছিলেন বাইডেন। যা মেনতেপারছিলেন না ট্রাম্প। এত দিন চিনকে কোণঠাসা করতে নানান পরিকল্পনা করছিল ভারত। এবার একরকম তারই জবাব দিচ্ছে চিন। এশিয়ার মোট ১৫টি দেশের সঙ্গে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি করল চিন। ভিয়েতনামে আয়োজন করা হয়েছিল ৩৭ তম আসিয়ান সামিটের। সেখানে একটি ভার্টুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বৃহত্তম মুক্তি বাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপে স্বাক্ষর করে ১৫ টি দেশ। তবে তার মধ্যে নেই ভারতের নাম। রোমানিয়ায় কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড। যার জেরে মৃত্যু হয়েছে ১০ জন করোনা রোগীর। মৃতের মধ্যে আছে একজন ডাক্তারও। আইসিইউ থেকে আগুন ছড়িয়েছে বলে জানাগিয়েছে। তবে কিভাবে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সেখানকার প্রশাসন। বাংলাদেশে বেগম রোকেয়া পদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। নারী শিক্ষার মত একাধিক বিষয়ে নিয়ে তিনি কাজ করেছেন। নারীদের জন্য তাঁর অবদানকে সম্মানিত করতেই তাঁকে এই পুরষ্কারের জন্য মননিত করা হয়েছে।