পাকিস্তান সহ ১২ টি দেশের ভিসা দেওয়া স্থগিত রাখল আরব আমিরশাহি। করোনা সংক্রমণের হার কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পাকিস্তান ছাড়া যে ১১ টি দেশের ভিসা স্থগিত রাখা হয়েছে তার মধ্যে রয়েছে- তুরস্ক, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তন, কেনিয়া, ইরান, ইয়েমেন, সোমালিয়া। এছাড়াও আরও আরও দুটি দেশের ভিসা স্থিগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বের কঠোরতম লকডাউন শুরু হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে এই লকডাউন। প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ১ জনের বেশি বেরোনো যাবেনা সেখানে। ৬ দিন এমনটাই চলবে সেখানে, জানিয়েছে সেখানকার প্রশাসন। এমনকি বাড়ির বাইরে বেরিয়ে শরীরচর্চা ও পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বেরোনোতেও সেখানে নিষেধাঞ্জা জারি হয়েছে। বিকিনি পরা এক মডেলের ছবিতে লাইক করেছেন পোপ ফ্রান্সিস। মডেল নাতানিয়ে সম্প্রতি তাঁর নিজের বিকিনি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। মডেল নাতানিয়া জানিয়েছেন তাঁর ছবিতে লাইকের মধ্যে যাদের নাম ছিল তাঁদের মধ্যেই একজন পোপ ফ্রান্সিস। পরে তাই নিয়েই রীতিমতন চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। পরে অবশ্য তিনি নাকি লাইকটি সরিয়েও নেন। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দের ১০ বছরের কারাদন্ডের রায় শুনিয়েছে পাকিস্তান আদালত। দুটি জঙ্গি হামলায় তিনি অভিযুক্ত। আর সেই কারণেই তাঁকে ১০ বছরেরে কারাবাসের রায় শুনিয়েছে আদালত। এর পরে এখন তাঁর কারাগারেই দিন কাটছে। তবে সেখানেও নাকি তাঁকে ভিআইপি ট্রিট করা হচ্ছে, সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে। গ্রহাণু ভাগ্য ফেরাল ইন্দোনেশিয়ার এক ব্যক্তির। বাড়িতে গ্রহাণু আসতেই কোটিপতি এখন সেই ব্যক্তি। অগাস্ট মাসে ঘটেছিল এই ঘটনা। বাড়ির বাইরে কাজ করছিলেন জসুয়া হুটাগালুং (৩৩) নামের এক ব্যক্তি। আচমকাই তাঁর বাড়ির ছাদ ফুঁড়ে ঘরের ভেতর ঢুকে আসে একটি গ্রহাণু। তবে বাড়ির ছাদ ভাঙার দুঃখ ভুলে আনন্দে মাতেন ওই ব্যক্তি কারণ ওই গ্রহাণির দাম ১০ লক্ষ পাউন্ড অর্থাৎ ৯.৮ কোটি টাকা।