মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন যেন এক নাটকীয় রূপ নিয়েছে। আর এই নির্বাচন নিয়েই বাইডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ট্রাম্প। বাইডেনের বিরুদ্ধে অসৎভাবে জয়ী হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল নির্বাচনে রয়েছে বেশ কিছু খামতি। এবার সেই অভিযোগই খারিজ করল মার্কিন আদালত। এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে মার্কিন আদালত। ব্যায়বহুল করোনা টিকায় বাধ সাধল হু। যে সমস্ত করোনা টিকা সংরক্ষণের ক্ষেত্রে বিপুল খরচ এবার তাতেই বাধ সাধল হু (ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন)। শুক্রবার এই কথা প্রকাশ্যে আসে। পাশাপাশি এও জানানো হয়েছে, প্রতিটি দেশকে কঠোর পরিশ্রম করতে হবে এবং করোনা টিকা সংরক্ষণের যথাযত ব্যবস্থা করতে হবে। শুক্রবার তেহরানের কাছে নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ। এবার তাঁরই হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিল ইরান। রাস্তায় তাঁর ওপর হামলা চালায় সেখানকার দুষ্কৃতীরা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধিক্কার জানালো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। শুক্রবার তিনি জানিয়েছেন মার্কিন পুলিশরা কৃষ্ণাঙ্গ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। আর তার বিরুদ্ধেই প্রতিবাদ করে ধিক্কার জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছে প্রয়োজন হলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তার জন্য কৃষ্ণাঙ্গ মানুষের পাশে আছে ফ্রান্স, জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য বিরোধিতাকে কেন্দ্র করে মিছিল। আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মাদ্রাসার ছাত্রদের মিছিল। সেই মিছিলেই লাঠি চালায় পুলিশ। যার জেরে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। পরে মিছিলটি শক্তিনগরেরে কর্ণফুলী গার্ডেন সিটির কাছে গিয়ে শেষ হয়।