মার্কিন যুক্তরাষ্ট্রে এবার করোনা আক্রান্ত হলেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী। রবিবার ট্রাম্প এই কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, ৭৬ বছর বয়সি তাঁর আইনজীবী রুডি গিউলিয়ানী করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান, ইতিমধ্যেই হোয়াইট হাউসের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এমনকি তিনি নিজেও একবার করোনা আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে এক সঙ্গে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ারের দ্বিতীয় বৃহত্তম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। আর সেখানেই অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে ৭জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। করোনা টিকা নিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত গড়ছে ব্রিটেন। চলতি সপ্তাহের শেষের দিকেই ব্রিটেনে আসতে চলেছে করোনা টিকা ফাইজার। বেলজিয়ামের একটি নিরাপদ স্থানে করোনা টিকা রাখার ব্যবস্থা হয়েছে। মঙ্গলবার থেকে প্রথম ধাপে এই টিকা দেওয়া শুরু হবে। ৮০ উর্ধ্ব এবং হোম কেয়ার ওয়ার্কাররা প্রথম এই টিকা পাবেন। ক্যার্লিফোনিয়াতে নতুন করে শুরু হয়েছে লকডাউন। সেখানে এখন কঠরভাবে পালিত হচ্ছে লকডাউন। বৃহস্পতিবার সেখানকার রাজ্যপাল ঘোষণা করেছেন, রাজ্যের ৪০ মিলিয়ন মানুষের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষকে গৃহবন্দি অবস্থায় থাকতে হবে। সেন্ট্রাল ভ্যালিতে ইতিমধ্যেই শুরু হয়েছে এই লকডাউন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে অবমাননা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ফেসবুকের একটি পোস্ট দেখেই এমন সিদ্ধান্ত তাদের। বহিস্কৃত নেতার নাম কবির হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমুদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গিয়েছে। শনিবার এই কথা প্রকাশ্যে আসে।