নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) আমেরিকায় বসবাসকারী ভারতীয় রাজা চারিকে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির স্পেসএক্স ক্রু -৩ মিশনের কমান্ডার হিসাবে বেছে নিয়েছে। ৪৩ বছরের রাজা চারি মার্কিন বিমানবাহিনীর একজন কর্নেল। তিনি স্পেসএক্স ক্রু -৩ মিশনের কমান্ডার হিসেবে থাকবেন। এই মিশনটি আগামি বছরেই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। মেলবর্নে ৯ টি পাবলিক হাউজিং -এ কঠোরতম লকডাউন। সেখানকার রাজ্য সরকারের আদেশের পরে প্রায় ৩০০০ মানুষকে ৪ জুলাই থেকে তাদের পাবলিক হাউজিং ইউনিটে একরকম বন্দি করে রাখা হয়েছিল। এমনকি তাদের সেখানে পুলিশ পাহারার অধীনে দিন কাটাতে হয়েছিল। মানবাধিকার আইন লঙ্ঘনের কারণেই সেখানে এমনটা হয়েছিল বলে জানা যাচ্ছে। করোনা মহামারি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে। এবার জার্মানিতেও শুরু হতে চলেছে করোনা টিকাকরণ। ২৭ ডিসেম্বর থেকে সেখানে শুরু হতে চলেছে করোনা টিকা প্রদান। ফরাসী প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স বলেছেন, "ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জার্মানে টিকাকরণ শুরু হতে পারে"। বুধবার এই কথা ঘোষণা করে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী। চিনে বায়োডেগ্রেডেবল প্লাস্টিক দূষণ সমস্যা সমাধানে ব্যর্থ, এমনই তথ্য এবার উঠেএল। চিন বিশ্বের বৃহত্তম প্লাসটিকজাত দ্রব্য উৎপাদনকারী দেশ। আর সেখানেই চলতি বছরের শুরুর দিকে প্লাসটিকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার বদলে পরিবেশ বান্ধব বস্তু বা বায়োডেগ্রেডেবল বস্তু ব্যবহারের নির্দেশ দিয়েছিল সেখানকার প্রশাসন। আর তার পরে এখনও সেখানে সম্পূর্ণ দূষণ রোধ করা যায়নি বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। তবে বিশ্বব্যপী করোনা মহামারির কারণে এই বৈঠক ভার্চুয়ালি হবে। এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। করোনা সংক্রান্ত কিছু বিষয় নিয়েও সেখানে আলোচনা হবে। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও অনুমান করা হচ্ছে।