মোডের্না করোনা টিকা নিয়েই অ্যালির্জিতে আক্রান্ত হল এক চিকিৎসক। বোস্টনের এই চিকিৎসকের বক্তব্য উঠে আসে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার হাত ধরে। শুক্রবার সেই সংবাদ সংস্থার হাত ধরে এই তথ্য প্রকাশ্যে আসে। ওই ডাক্তার জানিয়েছেন করোনা টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর অ্যালির্জি শুরু হয়ে যায়। চিকিৎসার পর তিনি আপাতত ভালো আছেন বলেই জানা যাচ্ছে। শুটআউট আফগানিস্তানের উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট ফ্রেশতা কোহিস্তানি এবং তার ভাই। কাবুলের কাপিসা প্রদেশের কোহিস্তানের একটি গ্রামে তাদের হত্যা করা হয় বলে জানা গিয়েছে। একজন অজ্ঞাত বাইক আরোহী এসে তাদের ওপর হামলা চালায়। বন্দুকের গুলিতেই তাঁদের মৃত্যু হয়। বড়দিনের রাতেই নাইজেরিয়ায় বোকো হারেম জিহাদিদের হামলা। এই ঘটনায় সেখানে মৃত্যু হয়েছে ৭ জনের। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার হাত ধরে উঠে আসে এই তথ্য। ৬ বছর আগে নাইজেরিয়ায় এই বোকো হারেমরাই প্রায় ২০০ জন শিশুকে অপহরণ করেছিল। বড়দিনের রাতেই নাইজেরিয়ায় বোকো হারেম জিহাদিদের হামলা। এই ঘটনায় সেখানে মৃত্যু হয়েছে ৭ জনের। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার হাত ধরে উঠে আসে এই তথ্য। ৬ বছর আগে নাইজেরিয়ায় এই বোকো হারেমরাই প্রায় ২০০ জন শিশুকে অপহরণ করেছিল। বর্তমানে করোনা অতিমারির প্রভাব পড়েছে অর্থনীতির ওপর। যার জেরে কাজ হরিয়ে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বহু সংখ্যক মানুষ। আর সেই কারণেই আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্টের বাসিন্দারা। এবার সেই বেকারত্বের সুবিধা পেতে আবেদন করেছে প্রায় ১ মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ।