অবশেষে কোভিড -১৯ ত্রাণ বিলে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। করোনার জেরে অর্থ কষ্টে ভুগছেন আমেরিকার অধিকাংশ মানুষই। আর সেই করাণেই আর্থিক সাহায্যের দাবি জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। সেই মতই সাধারণ মানুষকে সাহায্যের জন্য ৯০০ বিলিয়ান ডলার বরাদ্দ করে একটি বিল প্রস্তুত হয়েছিল। সেই ত্রাণ বিলেই স্বাক্ষর করলেন ট্রাম্প। করোনা টিকা স্পুটনিক-৫ নিতে সম্মতি জানালেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার এই কথা প্রকাশ্যে আসে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই কথা জানিয়েছেন। "তিনি জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন করোনা টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে টিকা নেওয়ার কিছু প্রক্রিয়া রয়েছে, তা সম্পন্ন হলেই তিনি এই টিকা নেবেন। দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত ১ মিলিয়ন ছাড়াল। নতুন করে সেখানে প্রচুর মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে জানাযাচ্ছে। কিছু হাসপাতাল এবং মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো সেখানে আচমকাই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায়। মুক্তি যোদ্ধাদের ভাতা পাওয়ার জন্য নাম তোলার সময় বাদ পড়ে যায় ৪৭০০ মুক্তি যোদ্ধার নাম। ১ লক্ষ ৯২ হাজার মুক্তি যোদ্ধার মধ্যে ১ লক্ষ ৭১ হাজার মুক্তি যোদ্ধার নাম সেই সময় নথিভুক্ত হয়েছিল। এবার সেই তালিকাতেই বাদ যাওয়া মুক্তি যোদ্ধাদের নাম নতুন করে যোগ হল।