আফগানিস্তানে আবারও খুন হলেন এক সাংবাদিক। শুক্রবার পশ্চিম আফগানিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। সাংবাদিকের পাশাপাশি তিনি সেখানকার একজন মানবাধিকার কর্মীও ছিলেন। সেখানকার প্রাদেশিক মুখপাত্র জানিয়েছেন, এই নিয়ে সেখানে দুই মাসে ৫ জন সাংবাদিক খুন হলেন। বিসমিল্লাহ আদিল আইমাক নামের এই সাংবাদিক পরিবারের সঙ্গে দেখা করে ফিরছিলেন। আর সেই সময়েই তাঁর ওপর গুলি চালানো হয়। বয়স ৯৬, তবুও পিয়ানো বাজানো ছাড়তে নারাজ সাউথ কোরিয়ার এক বৃদ্ধ। দক্ষতার সঙ্গে আজও পিয়ানো বাজিয়ে চলেছেন এই বৃদ্ধ। ৮২ বছর ধরে তিনি বাদ্যযন্ত্রটির সঙ্গ পেয়েছেন, তাই বয়স হলেও ছাড়তে পারছেন তাঁর পরম স্নেহের এই বাদ্যযন্ত্রটিকে। অ্যাস্ট্রাজেনেকা ব্রিটেনে এক সপ্তাহে ২০ লক্ষ টিকা সরবরাহ করবে বলে জানা জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য টাইমস -এর একটি রিপোর্ট অনুসারে এই তথ্য উঠে আসে। এই তথ্য অনুসারে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা দ্বারা নির্মিত কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় দুই মিলিয়ন ডোজ ব্রিটেনে জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রতি সপ্তাহে সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। করোনার বিধিনিষেধ থাকা সত্ত্বেও ফ্রান্সে অবৈধভাবে নববর্ষের পার্টিতে ২ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সরকারের কঠোর করোনা ভাইরাস বিধিনিষেধ এবং রাতে সেখানে কারফিউ জারি সত্ত্বেও তা না মেনেই চলেছে সেখানে পার্টি। যাতে অংশ নিয়েছিলেন প্রায় ২,৫০০ জন। প্রয়াত হলেন বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি, নারীনেত্রী আয়শা খানাম। শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এই কথা প্রকাশ্যে আনেন। এই আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। এছাড়াও তিনি নারীদের অধিকার আদায়ের জন্য আমৃত্যু লড়াই করেছেন।