ব্রিটেনে নতুন করে এক দিনে করোনা আক্রান্ত হয়েছে ৫৮,৭৮৪। করোনা ভাইরাস দেশে আসার পরে সেখানে এই প্রথম একদিনে এত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে করোনার নতুন স্ট্রেনটি আসার পরেই করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। আর সেই কারণেই সেখানে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি তোয়াদেরা পুনরায় নির্বাচিত হলেন। সোমবার নির্বাচন কমিশন এই কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ফাউস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা দ্বিতীয় বার জয়ী হয়েছেন। জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতি ভোটের প্রথম দফায় তোয়াদেরা পুনরায় নির্বাচিত হয়েছেন। মুখে নেই মাস্ক মদ্যপ যাত্রীকে থানায় নিয়ে গেলেন খোদ ট্যাক্সি চালক। নতুন বছরের শুরুতেই ঘটল এমন ঘটনা। সেখানকার পুলিশ জানিয়েছেন, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার এক ব্যক্তি বছরের প্রথম দিনেই ট্যাক্সিতে মাস্ক পরতে না চাওয়ায় তাঁকে ১০০ ডলার জরিমানা দিতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দো-আমেরিকান আইনজীবী বিজয় শঙ্করকে কলম্বিয়া কোর্ট অফ আপিল জেলা আদালতের সহকারি বিচারক পদে মনোনীত করেছেন। রবিবার সিনেটে এক বক্তব্যে ট্রাম্প এই কথা জানিয়েছেন। ১৫ বছেরের জন্য শঙ্করকে মনোনীত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই করোনা টিকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন দেশে। এখন সেই করোনা টিকা নিয়েই অনিশ্চয়তার মুখে বাংলাদেশ। করোনা টিকার জন্য সেরাম -এর সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। তবে সেরাম ইনস্টিটিউট তাদের তৈরি টিকা ভারতের বাইরে রপ্তানি করতে পারবে না বলেই এখন জানাযাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই উদ্বেগের সৃষ্টি হয়েছে বাংলাদেশে।