চিনা করোনা টিকা করোনা ভ্যাক ৭৮ শতাংশ কার্যকর। ব্রাজিলে চূড়ান্ত পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের পর উঠে এসেছে এমনই তথ্য। কর্মকর্তারা বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তারা টিকা প্রদান শুরুর জন্য ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা থেকে জরুরি অনুমোদনের জন্য আবেদন করবেন। সেখানকার রাজ্যপাল জানিয়েছেন, টিকা প্রদানের প্রচার ২৫ জানুয়ারি থেকে শুরু হবে, যদিও এর জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন। প্রয়াত হলেন আমেরিকান অভিনেত্রী মেরিয়ান রামসে। আমেরিকান চলচ্চিত্র 'সিরিজ পুলিশ একাডেমিতে' অভিনয়ের জন্যই তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেত্রীর প্রতিনিধি তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেন। অভিনেত্রীর লস অঞ্জেলসের বাড়ি থেকে তাঁর মৃত দেহ উদ্ধার হয়। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেই জানা গিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বুধবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায়। আর তারই ঠিক এক দিন পর বৃহস্পতিবার মার্কিন ক্যাপিটল পুলিশ প্রধান তার পদত্যাগ পত্র জমা করলেন। বুধবারের এই ঘটনার সঠিক পদক্ষেপ নিতে না পারার কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে অনুমান। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিও এবং তিনটি প্রতিবেশী অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্রমশ সেখানে করোন ভাইরাস ছড়িয়ে পড়ছে, আর তা প্রতিরোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে সেখানকার প্রশাসন। এতে সংক্রমণ ছড়িয়ে পড়া কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে বলে অনুমান করছে সেখানকার প্রশাসন। সেখানে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত চলবে এই জরুরি অবস্থা। অসময়ে পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। যার জেরে ঘুম উড়েছে সেখানকার মানুষদের। রাজবাড়ীর গোয়ালন্দা উপজেলায় দৌলতদিয়া লঞ্চঘাট থেকে দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই ভাঙন। ইতিমধ্যেই বহু জমি তলিয়ে গিয়েছে পদ্মার গর্ভে। ভাঙনের থেকে রক্ষা পেতে অনেকেই সরে গিয়েছে নিরাপদ স্থানে। তবে এই ভাঙন বন্ধ না হলে বন্ধ হয়ে যেতে পারে লঞ্চ ঘাট।