‘ফাদার অফ ইন্ডিয়া’মোদী
নমোর প্রশংসায় ট্রাম্প
তুলনা করলেন এলভিস প্রেসলির সঙ্গে
নমোর জনপ্রিয়তার তারিফ
ফের মোদী বন্দনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। ভারতীর প্রধানমন্ত্রীকে এবার একেবারে ‘ফাদার অফ ইন্ডিয়া’বলে আখ্যায়িত করলেন মোদী। নমোর জনপ্রিয়তার তারিফ করতে গিয়ে তাঁকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করতে দেখা গেল ট্রাম্পকে। হাউডি মোদী অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোদী। এদিন যেন তার প্রত্যুত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।