এশিয়ানেটের মুখোমুখি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। 'এটা রাশিয়ার নয় পুতিনের যুদ্ধ', জানালেন মালটি গলি। যেভাবে হোক পুতিনকে থামাতেই হবে, জানালেন তিনি। 'নাটো-কে এই যুদ্ধ থেকে দূরে রাখাই ভালো', জানালেন তিনি।
এশিয়ানেটের মুখোমুখি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। 'এটা রাশিয়ার নয় পুতিনের যুদ্ধ', জানালেন মালটি গলি। এখনও বহু মানুষ ইউক্রেন থেকে এসে ভিড় জমাচ্ছে পোল্যান্ডে। ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে হোক পুতিনকে থামাতেই হবে। এমনকি রাশিয়ার মানুষও এই যুদ্ধ চান না বলেই জানান তিনি। 'নাটো-কে এই যুদ্ধ থেকে দূরে রাখাই ভালো', জানালেন তিনি। 'নাটো এর মধ্যে থাকলে আরও ভয়াবহ চেহারা নেবে এই যুদ্ধ'। 'আগের থেকে ইউক্রেনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক'। 'যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ হওয়াটা প্রয়োজন'। ইউক্রেনের অর্থনীতিও ভেঙে পড়ছে বলে জানালেন তিনি। কিছুদিন আগেও ইউক্রেন পোল্যান্ড বর্ডারে এক ভয়াবহ চেহারা ছিল তবে এখন সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পোল্যান্ড বর্ডারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন বাড়ি ফিরতে। এখন তবে সেখান থেকে অনেক মানুষই বাড়ি ফিরে গিয়েছেন। তবে আগের থেকে যে সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে তা সেখানকার ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে।