গরুমারা জাতীয় উদ্যানের পোষা কুনকি হাতি মতিরানী জন্ম দিল একটি পুরুষ হস্তী শাবকের। শনিবার ভোরে জন্ম হয় শাবকটির। মেদলা ওয়াচ টাওয়ারের প্রহরার দায়িত্বে ছিল মতিরানী।ভার্চুয়ালি নামকরণও হয়েছে সদ্যজাত হস্তী শাবকটির। নামকরন করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য বনদপ্তরের প্রধান মুখ্য বনপাল বিনোদ যাদব এই খবর দিয়ে জানান, মতিরানীর এই শাবকটিকে নিয়ে মোট ১১১ টি কুনকি হাতি দাড়াল।