আবাসনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। বাইকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। বাইক আরোহীর হেলমেটের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। গাড়িটি গিয়ে সজরে ধাক্কা মারে একটি গাছে। ঘটনাটি ঘটেছে সাপুরজি আবাসনে। গাড়ি চালানো শিখতে গিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান। ঘটনা ঘটার পরেই গাড়ির চালক পালিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। দুর্ঘটনায় আহত মোট ৩ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।