ম্যানহল পরিষ্কার করতে নেমে আটকে যান ৪ সাফাই কর্মী সহ আরও ৩। ম্যানহলের মধ্যে তলিয়ে যান তারা। কুদঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। দু'ঘন্টা এই ভাবেই আটকে থাকেন তারা। দমকল এসে বহু চেষ্টার পর তাদের সাত জনকেই উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছান অরূপ বিশ্বাস। দু'জনকে ভর্তি করা হয় বাঘাযতীন হাসপাতালে, অন্য দু'জনকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। ৪ জনেরই অবস্থা আশঙ্কাজনক।