আবারও সেক্টার ফাইভে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শ্লীলতাহানির শিকার তরুণি সেক্টার ফাইভের এক আইটি কম্পানিতে কাজ করেন। তাঁর কথায় অন্যান্য দিনের মত ঘটনার দিনও ৭টা ১০ মিনিট নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি ও তাঁর একজন সহকর্মী। রাস্তায় হঠাৎই এক যুবক পেছন থেকে তাঁর হাত চেপে ধরে ব্যাগ ও ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। চেঁচামেচির শব্দ শুনে আশপাশ থেকে লোক ছুটে আসায় ফোন ও ব্যাগ নেওয়ার চেষ্টায় বিফল হয় অভিযুক্ত যুবক । তারা ছেলেটিকে দেখে চিনতে পারলে পালানোর চেষ্টা করে যুবক। সেই সময়ই টলদারি কিছু পুলিশ সেখান দিয়ে যাওয়ার সময় ধরে ফেলে যুবককে। স্থানিয়দের কথায় অভিযুক্তর নাম বাবু হালদার। এরপরে তরুণি বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হয়।