পরিবাহ মুখোপাধ্যায়ের নিগ্রহের ঘটনায় চিকিৎসকরা প্রতিবাদে মুখর হওয়ায় গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাজ্য জুড়ে তুমুল ভোগান্তিতে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা চিকিৎসকেরা এই কর্মবিরতির ডাক দেওয়ায়। ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালে বিপুল ভোগান্তির মুখে পড়লেন রোগীরা। ফলতা থেকে আসা ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারও চিকিৎসার অভাবে ফিরে গেল। ফলতা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর মেয়ে জানালেন, 'মায়ের ওভারিতে ক্যানসার। এই হাসপাতালে কেমো চলছে চার বছর ধরে। এদিন চিকিৎসকদের কর্মবিরতির জন্যে ফিরে যেতে হচ্ছে।' প্রসঙ্গত এদিন নবান্নে দফায় দফায় আলোচনা চললেও রফা সূত্র বের হয়ন। এদিকে ক্রমেই ব্যহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা।