কৃষি বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। একরকম উত্তপ্ত হয়ে রয়েছে এখন ভারত। মঙ্গলবার সেই কৃষি বিল বাতিলের দাবিতেই ভারত বন্ধ ডাকে কৃষক সংগঠনগুলি। কৃষি আইন বাতিল, কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়েই তারা এই বন্ধ ডাকে। আর সেই বন্ধকে সমর্থন করেই দেশের একাধিক জায়গায় চলে বিক্ষোভ। এই বন্ধকে সমর্থন করেই মিছিল করেন বিমান বসু সহ সিপিএমের নেতারা। বিমান বসুর নেতৃত্বে মৌলালি থেকে এন্টালি পর্যন্ত চলে সেই মিছিল।