আবারও অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক রোগীর। এবার ঘটনাটি ঘটেছে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। বেহালার বাসিন্দা যমুনাদেবী চরম শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন বিদ্যাসাগর হাসপাতালে।.তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ শ্বাসকষ্ট থাকা সত্ত্বে কোনরকম ভাবে অক্সিজেন জোগাড় করা সম্ভব হয়নি, কারণ হসপাতালে অক্সিজেন ছিলনা। একটি অক্সিজেন সিলিন্ডার ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দেওয়া হচ্ছিল। এমনকি যমুনাদেবীর পরিবারের সদস্যদের দাবি হাসপাতাল থেকে বলা হয় আপনারা নিজেরা অক্সিজেন জোগাড় করে নিয়ে আসুন। অনেক চেষ্টাতেও অক্সিজেন না মেলায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।