অনেকেরই হয়তো জানা আছে। কিন্তু বিপদের সময়ে কৌশলটি কাজে লাগাতে পারেন ক'জন! স্রেফ উপস্থিত বুদ্ধির জোরেই ট্রেনে কাটা পড়ার হাত থেকে রেহাই পেলেন এক বৃদ্ধা। মঙ্গলবার রাতে নিউ আলিপুর স্টেশনের কাছে তাড়াহুড়ো করে লাইন পেরোতে গিয়ে পড়ে যান তিনি। এদিকে ততক্ষণে ওই লাইনে চলে এসেছে একটি মালগাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটি এতটাই কাছে চলে এসেছিল যে, ওই বৃদ্ধা লাইন থেকে সরে যাওয়ার সময় পাননি। বিপদ বুঝে রেললাইনে মাঝেই শুয়ে পড়েন তিনি। ওই বৃদ্ধার উপর দিয়েই চলে যায় মালগাড়িটি। ট্রেন চলে যাওয়ার পর আশেপাশে লোকজন দেখেন, ওই বৃদ্ধার গায়ে একটি আঁচড়ও লাগেনি! তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি।