হিন্দুদের উৎসবে থাকা থেকে শুরু করে হিন্দু ছেলে-কে বিয়ে এবং শাখা-সিঁদুর পরে সংসদে হাজির হওয়া। গত এক বছর ধরে নুসরত জাহান-কে মৌলবাদীদের কম চোখ রাঙানি পেতে হয়নি। কিন্তু, বারবার তিনি বুঝিয়ে এসেছেন যে এই সব চোখ রাঙানিকে তিনি ভয় পান না। এমনকী, গতবার ইসকনের রথে নুসরতের উপস্থিত থাকা নিয়েও জলঘোলা হয়েছিল। মৌলবাদীরা ফতোয়াও জারি করেছিলেন তাঁর নামে। বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী বারবার বলেছেন যে মৌলবাদীদের তিনি ভয় পান না এবং তাঁদের কথা শুনে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান না। বুধবারও সেই একই বার্তা দিলেন নুসরত। স্বামী নিখিলকে সঙ্গে করে তিনি উপস্থিত হয়েছিলেন ইসকনের উল্টোরথে। সেখানে তিনি জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহের সামনে আরতিও করেন। নুসরত পরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি মনে করেন রথযাত্রা হল একটি সর্বধর্ম সমন্বয়ের মিলনক্ষেত্র। এখানে ধর্মের কোনও ভেদাভেদ নেই। তাই তিনি ফি বছরই উল্টোরথের দিন ইসকনে উপস্থিত থাকেন। এই দিনে তাঁর রথের দড়ি টানা চাই বলেও জানান নুসরত। তিনি আরও জানান যে, ধর্মের রঙের থেকেও বেশি তাঁর কাছে গুরুত্বপূর্ণ মানবতা। আর সেটাই তিনি এবং তাঁর স্বামী নিখিল অনুসরণ করে চলেন বলে জানান বসিরহাটের সাংসদ।