Weather update: ফের বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে, সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের পাঁচটি জেলা আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং শিলা বৃষ্টির সম্ভাবনা। ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ৪ তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
 

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়ি তে হালকা বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পং শিলা বৃষ্টির সম্ভাবনা। এরপর ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর বঙ্গে ৪ তারিখ। কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু তিন দিনে তিন থেকে চার ডিগ্রি বারবে। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা নেই। ৩ তারিখ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া ,হুগলি, কলকাতা ও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি হবে। ৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলার ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে ।তার মধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমান এ দুই এক জায়গায় ভারী বৃষ্টি হবে। ৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ৩ দিনে ৩ ডিগ্রি বাড়বে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দুই বঙ্গে। কলকাতা সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুর থেকে।

05:51DEV : 'পাগলু' স্বীকারোক্তি দেবের! মমতার সামনে এবার 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন09:03Weather Update Today : এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস05:50Shyamsundari Kali : পুরোহিতের বিস্ফোরক অভিযোগ! ফের বিতর্কে শ্যামসুন্দরী কালী মন্দির! দেখুন03:35Bus Accident : তেলেঙ্গাবাগানে তুলকালাম! দুটি বাসের তুমুল রেষারেষি, তারপরেই ভয়ঙ্কর দুর্ঘটনা09:44Suvendu Adhikari : 'কোন চালাকি নয়, যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে এসএসসি-কেই' চরম বার্তা শুভেন্দুর01:48'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?05:39Suvendu Adhikari : 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট শুভেন্দু অধিকারী03:50Park Street Christmas : বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন03:44Suvendu on Bangladesh : 'হাসিনাকে চাই! ইউনূসের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন শুভেন্দু