আগামী ৪৮ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একইরকম থাকবে। তবে পশ্চিমের জেলাগুলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর দফতর। উত্তরবঙ্গে বর্ষা যেহেতু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে তাই গত ২৪ ঘন্টায় উত্তরের বেশকিছু জেলাতে এবং সিকিমেও ভালরকমের বৃষ্টিপাত হয়েছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত জারি থাকবে।
উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। এছাড়া কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা, সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তবে ৪৮ ঘন্টা পরে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগণা, বীরভূম-এ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, তখন বলা যাবে ঠিক কতদিন পর বর্ষা আসবে। তবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ বঙ্গে বর্ষা ঢুকবে।