তিন দিনে করোনা থেকে মুক্ত করবে তরল। রোগীদের খাওলেই স্বস্তি পাবেন তারা। এমনই জৈবিক তরল তার কাছে রয়েছে বলে দাবি করেছেন সংস্থার মালিক বিশ্বজিৎ দাস
তিন দিনে করোনা থেকে মুক্ত করবে তরল। রোগীদের খাওলেই স্বস্তি পাবেন তারা। এমনই জৈবিক তরল তার কাছে রয়েছে বলে দাবি করেছেন এসপি মার্কিটিংয়ের মালিক বিশ্বজিৎ দাস। তিনি নিজের এই 'জৈবিক তরল'কে 'হু' স্বীকৃত বলেও দাবি করেছেন। খবর শুনেই ফোনে কথা বলেন এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র এডিটর, দেবজ্যোতি চক্রবর্তী। এদিকে টেলিফোনে 'হু' নাম শুনতেই খেলেন হোঁচট। সাধারণত সবাই 'হু' বলতে ওয়ার্ড হেলথ অরর্গানাইজেশন বলেই চেনে। কিন্তু বিশ্বজিৎ বাবু লোকাল 'হু'-এর ইঙ্গিত দিলেন। প্রশ্ন শুনেই বারবার কথা এড়িয়ে যেতে চাইলেন।