বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। বেদি ভাঙা নিয়ে এই অশান্তির সূত্রপাত। বেদি ভাঙার সময়ের একটি ভিডিও করেন আইএনটিইউসি নেতা। ঘটনার সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি। তার জেরেই ওই নেতার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ।

বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। বেদি ভাঙা নিয়ে এই অশান্তির সূত্রপাত। বেদি ভাঙার সময়ের একটি ভিডিও করেন আইএনটিইউসি নেতা। ঘটনার সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন তিনি। তার জেরেই ওই নেতার বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কংগ্রেস নেতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা। প্রসঙ্গত, জাতীয় কংগ্রেস-এর ট্রেড ইউনিয়ন (intuc) এর নেতা গৌতম সাহার ওপর হামলার অভিযোগ। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী কোন এলাকার বেহালা রয়েড পার্কে। গৌতমবাবু সেই সময় নিজের বাড়িতেই ছিলেন। অভিযোগ, একদল দুষ্কৃতী যারা ১৩০নম্বর ওয়ার্ড-এর তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ। তাঁরা গৌতমবাবুর বাড়ির নীচে পার্ক করে রাখা গাড়ি ভাঙচুর চালায়। বাড়িতেও ঢোকার চেষ্টা করে, স্কুটি ভেঙে দেয়। পরে গাড়িটি দুষ্কৃতীরা পেট্রল দিয়ে জ্বালানোর চেষ্টা করলে গৌতমবাবুর স্ত্রী দীপা বাগড়ি সাহা বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। 

03:30Firhad Hakim : 'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি হাকিম05:51DEV : 'পাগলু' স্বীকারোক্তি দেবের! মমতার সামনে এবার 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন09:03Weather Update Today : এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস05:50Shyamsundari Kali : পুরোহিতের বিস্ফোরক অভিযোগ! ফের বিতর্কে শ্যামসুন্দরী কালী মন্দির! দেখুন03:35Bus Accident : তেলেঙ্গাবাগানে তুলকালাম! দুটি বাসের তুমুল রেষারেষি, তারপরেই ভয়ঙ্কর দুর্ঘটনা09:44Suvendu Adhikari : 'কোন চালাকি নয়, যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে এসএসসি-কেই' চরম বার্তা শুভেন্দুর01:48'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?05:39Suvendu Adhikari : 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট শুভেন্দু অধিকারী03:50Park Street Christmas : বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন