পার্সোনাল লোন দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। প্রতারণার শিকার সুকুয়ানথ কুমার রাম নামের এক ব্যক্তি। অভিযোগকারী ব্যক্তি বেহালার বাসিন্দা। ওই ব্যক্তির কাছে ব্যাঙ্কের ক্যানসেল চেক চাওয়া হয়। দুই ব্যক্তি গিয়ে সুকুয়ানথ বাবুর কাছ থেকে ক্যানসেল চেক নেয়। পরে ওই ব্যক্তির ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়।
বেহালায় আবারো ১লক্ষ ৪৮ হাজার ৫০০ ব্যাংক জালিয়াতির অভিযোগ প্রতারণার শিকার হলেন এক যুবক।সুকুয়ানথ কুমার রাম বেশ কিছুদিন ধরে টাকা জমিয়েছিল বাড়ি কেনার জন্য যে টাকাটা জমিয়ে ছিলেন সেই টাকা টি বাড়ি কেনার জন্য যথেষ্ট ছিল না। হঠাৎ সুকুয়ানথ কুমার রাম এর ফোনে ফোন আসে লোনের জন্য। সুকুয়ানথ বাবু হোম লোনের জন্য বলেন কিন্তু সুকুয়ানথ বাবুর কাছে হোম লোনের জন্য পর্যাপ্ত কাগজ ছিল না। তখনই লোন প্রদানকারি সংস্থা বলেন আপনাকে আমরা পার্সোনাল লোন দেবো তার জন্য ব্যাংকের ক্যানসেল চেক লাগবে আর ব্যাংকের পাস বই এর ডিটেলস টা লাগবে।সেই মতন বেহালার একটি জায়গায় দুইজন এসে সুকুয়ানথ বাবুর সাথে দেখা করে,ব্যাংকের পাস বই এর ডিটেইলস আর ক্যানসেল চেক নেয়। ক্যানসেল চেক দেওয়ার সময় তার কাছে পেন না থাকায় লোন প্রদানকারী সংস্থার ব্যক্তির কাছ থেকে পেন নিয়ে ব্যবহার করেছিল। সুকুয়ানথ বাবুর অভিযোগ একদিন পর ব্যাংক একাউন্ট থেকে ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয় ।তারপর সঙ্গে সঙ্গে সুকুয়ানথ বাবু ব্যাংকে যায় ব্যাংকের তরফ থেকে বলা হয় কিছুক্ষণ আগেই দুজন এসে টাকা তুলে নিয়ে গেছে। পর্ণশ্রী থানায় এ অভিযোগ করা হয়েছে । লালবাজার সাইবার সেল পুরো ঘটনাটি তদন্ত নেমেছে।