করোনা টিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আরও একবার তেমনই অভিযোগ উঠল এবার রাজারহাটে। দীর্ঘদিন ধরে লাইন দিয়েও সেখানে মিলছে না টিকা। অথচ বাইরের এলাকার মানুষ লাইন না দিয়েই পাচ্ছেন টিকা। এমনটাই অভিযোগ জানাচ্ছেন সেখানকার মানুষ। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান সেখানকার মানুষ। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, ভ্যাকসিন কম আসছে তাই দেওয়া যাচ্ছে না।